Durga Puja| Bangladesh: ঢাকা রামকৃষ্ণ মিশনে সেনাকর্তা, বন্ধ হওয়া কুমারী পুজো নিয়ে বড় সিদ্ধান্ত
Durga Puja| BBangladesh: শনিবার ডেপুটি সেনা প্রধান মহারাজকে বলেন, কুমারী পুজো না হলে তা দেশের সম্মানহানি হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে পুজোর কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। প্রতিটি পুজো প্যান্ডেলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে আগেই জানিয়েছে পুলিস। এর পাশাপাশি বড় খবর হল ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে বন্ধ হয়ে যাওয়া কুমারী পুজো এবার হচ্ছে। শনিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ পূর্ণাতানন্দ মহারাজের সঙ্গে সেনা প্রধান ওয়াকর উর জামানের তরফে সাক্ষাত করেন ডেপুটি সেনা প্রধান। রামকৃষ্ণ মিশনকে অনুরোধ করা হয় কুমারী পুজো যেন বন্ধ না হয়। তার পরই মহাষ্টমীতে কুমারী পুজো হওয়ার কথা ঘোষণা করা হয় মিশনের তরফে।
আরও পড়ুন-দক্ষিণবঙ্গের উপরে চড়াও ঘূর্ণাবর্ত, তবে পুজোয় স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস
শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারও কুমারী মায়ের পুজো হবে। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১ অক্টোবর চলতি বছর দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবার কুমারী পুজো বাতিল করার সিদ্ধান্ত নেয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তবে এবার সেনার তরফে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
কুমারী পুজো রামকৃষ্ণ পরমহংসদেব প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এই কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পুজোর ব্যবস্থা করেন। অক্টোবরে রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী শান্তিকরানন্দ মহারাজ সাংবাদিকদের জানান, করোনা মহামারীর সময়ও কুমারী পুজো বাদ পড়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুমারী পুজো বাদ দেওয়া হয়েছে।
এবার সেনাবাহিনীর তরফে বলা হয়েছে পুজো উপলক্ষ্যে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে। শনিবার সেনা কর্তার সঙ্গে বৈঠকে ডেপুটি সেনা প্রধান মহারাজকে বলেন, কুমারী পুজো না হলে তা দেশের সম্মানহানি করবে। কিন্তু মহারাজ বলেন, এত অল্পসময়ে কুমারী পুজোর আয়োজন সম্ভব নয়। তবে সেনার তরফে বলা হয়, মিশনকে এই পুজোর জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। যে ভাবেই হোক কুমারী পুজো করতেই হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)