নিজস্ব প্রতিনিধি: তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর জীবনযাত্রার থমকে গিয়েছিল। কোথাও কোথাও জমেছিল কোমর সমান জল। এনিয়ে তোপের মুখে পড়েছে শেখ হাসিনার সরকার। বিডি নিউজ ২৪-এর প্রতিবেদনের দাবি, ঢাকার জল জমার সমালোচনা যাঁরা করছেন, তাঁদের কলকাতা ও মুম্বইয়ের মতো শহরে গিয়ে পরিস্থিতি দেখতে আসতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারেফ হোসেন।
 
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকা। স্তব্ধ হয় যানবাহন। কোমর সমান জল পেরিয়ে দুর্ভোগে পড়েন ঢাকাবাসী। দেশের রাজধানীর এমন জলছবি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে হাসিনা সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খন্দকার মোশারেফ হোসেনের কথায়, ''ঢাকার জল জমা কি দেখেছেন! কলকাতা যান, বম্বে যান। পৃথিবীর ক্রমবর্ধমান শহরগুলিতে এটা একটা সমস্যা। আমরা সমাধান করব।'' একবছর আগেও একই দাবি করেছিলেন তিনি। জল নামাতে কী ব্যবস্থা নিচ্ছে সরকার? মন্ত্রীর আশ্বাস, ''এটা এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। ঢাকার জনসংখ্যা হওয়া উচিত ছিল ৭৫ লক্ষ থেকে ১ কোটি। সেখানে জনসংখ্যা তিনগুণ বেড়ে গিয়েছে।'' 


আরও পড়ুন, প্রবল বৃষ্টিতে কোমর সমান জলে বিপর্যস্ত ঢাকা