ওয়েব ডেস্ক : ভারত ও চিনের মধ্যে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য দুই দেশের অবিলম্বে আলোচনায় বসা উচিত। মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এমনই আর্জি জানানো হয়েছে ভারত ও চিনের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, কোনও শর্ত ছাড়াই এই আলোচনা হওয়া উচিত। দুই দেশের মধ্যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সংশয় প্রকাশ করেছে আমেরিকা।


আরও পড়ুন- সিকিম সীমান্তে ভারত-চিন আগ্রাসন নিয়ে আলোচনায় বসার ডাক বেজিংয়ের


চলতি বছরই বেজিং-এ রয়েছে BRICS সম্মেলন। তার আগে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের জন্য আর্জি জানিয়েছে পেন্টাগন। জুলাইয়ের শেষ দিকে বেজিং যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল। সেখানে তাঁর সঙ্গে আলোচনার কথা রয়েছে চিনা নিরাপত্তা উপদেষ্টার বলে সূত্রের খবর।


গত কয়েক মাস ধরে ভারতের সিকিম, চিন ও ভূটান সীমান্তে অবস্থিত ডোংলাং নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ইতিমধ্যেই চিনের তরফে ওই এলাকার দখল নেওয়ার চেষ্টা চলছে। বাধা দেওয়ায় ভারতের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে সেখানে।