জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬০ মাইল থেকে আসল দীপাবলির শুভেচ্ছা। তাও আবার পৃথিবী থেকে নয়। মহাকাশ থেকে সরাসরি এল দীপাবলির শুভেচ্ছা। ভাবলেই অবাক লাগবে। কে দিলেন এই শুভেচ্ছাবার্তা ? বিগত পাঁচ মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস।  প্রযুক্তিগত ত্রুটি তার ফলেই এতদিন ধরে মহাকাশে আটকে তিনি। তবে এর মধ্যেই পৃথিবীর উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দিলেন দীপাবলির শুভেচ্ছাবার্তার ভিডিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bangladesh: বদলের বাংলাদেশে রেকর্ড সংখ্যক পুলিসের ভারতে আসার আবেদন!


আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে শেয়ার করা ভিডিয়োতে সুনীতা নিজের বাবার সম্পর্কেও স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করেন, ছোটবেলায় তাঁর বাবা কীভাবে বাড়িতে পরিবারের সবাই মিলে দীপাবলি পালন করতেন। সুনীতা বলেন, '২৬০ মাইল উপর থেকে তিনি দীপাবলি উদযাপনের সুযোগ পেয়েছেন।' যা তাঁর কাছে অনন্য অভিজ্ঞতা বলে জানিয়েছেন সুনীতা। উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর এই বছর আন্তর্জাতিক স্পেশ স্টেশনে গত জুন মাস থেকে আটকে রয়েছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকার ফলে শারীরিক অবনতিও ঘটে তাঁর। এরই মাঝে দীপাবলির উষ্ণ শুভেচ্ছাবার্তা পৃথিবীর জন্য দিলেন তিনি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)