নিজস্ব প্রতিবেদন: প্রভুর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে সারমেয়রা। বারবার নজির রেখেছে তারা। তার পরেও তাদের উপর মানুষের অত্যাচারের শেষ নেই। সারমেয়দের আনুগত্য, সদয়, মারাত্মক উপস্থিত বুদ্ধিকে উপেক্ষা করে কী করে যে মানুষ এত নির্দয় হয়ে ওঠে... তবে তার প্রভাব পড়ে না তাদের প্রভুভক্তিতে। সেই কথাই আবার প্রমাণ করে দিল একটি চারপেয়ে। এক মহিলাকে ধর্ষণের থেকে বাঁচিয়ে দিল একটি কুকুর।


মহিলাদের মধ্যে তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে বিষণ্ণতা


ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বার্কশায়ারের উইনার্সে। ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, ৩৬ বছরের এক মহিলা তার পোষা কুকুরকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিল। ঠিক তখনই তাঁর উপর আচমকা হামলা করে কয়েকজন। শুধু তাই নয়, মহিলাকে মাটিতে ফেলেও দেয় তারা। দুষ্কৃতীরা যখন ওই মহিলার পোশাক খোলার চেষ্টা করছে তখনই ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। সারমেয়র রণমূর্তি দেখে রণে ভঙ্গ দেয় ধর্ষকের দল। মহিলাকে ছেড়ে পালিয়ে যায় তারা। মহিলার বয়ান অনুযায়ী দুষ্কৃতীদের গ্রেফতারির চেষ্টা করছে পুলিস।


কোন গাছ পুঁতলে বাড়ি থেকে পোকামাকড় দূর হবে জেনে নিন