নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ নিয়ে আরও একবার চিনকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কটাক্ষ, এটা করোনাভাইরাস নয়, চিনা ভাইরাস। করোনাভাইরাস শুনলে তো ইতালির কোনও সুন্দর জায়গার নাম মনে হয়!     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের সংক্রমণে ত্রাহিত্রাহি অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে। শুরু থেকে চিনের ষড়যন্ত্র বলে বেজিংকে আক্রমণ করছেন ক্ষুব্ধ ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভাতেও একই সুরে চিনকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন,''গতবছর পর্যন্ত দারুণ কাটছিল। আর্থিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু, প্রচণ্ড বিশ্রীভাবে বিরক্ত করল চিন। ওরা মহামারি ছড়াল। এটা করা উচিত হয়নি। আমি বলি, এটা চিনা ভাইরাস। কোনওভাবেই করোনাভাইরাস নয়। করোনা তো শুনে মনে হয়, ইতালির কোনও নৈসর্গিক জায়গা। এটা করোনা? আজ্ঞে না, চিনা ভাইরাস। ওরা প্রকাশ করেনি। আপনারা উগ্র বামপন্থীদের চেনেন তো! সব গোপন করে রাখে ওরা।''  


এর আগে অগস্টে রিপালিকান ন্যাশনাল সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,''চিনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি, যাতে বহু প্রাণ বাঁচাতে পারি।'' মার্চে সরাসরি চিনকে কাঠগড়ায় তুলে ট্রাম্প মন্তব্য করেছিলেন, করোনাভাইরাস ছড়ানোর সমস্ত দায় চিনের। 


বলে রাখি, গতবছর ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম খোঁজ মেলে কোভিড-১৯ ভাইরাসের। এখনও পর্যন্ত গোটা বিশ্বের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯,৬৮,৭২৬ জনের। আক্রান্তের সংখ্যা ৩১,৪৮৩,০১১। 


আরও পড়ুন- জমি দখল করেছে প্রতিবেশী 'বন্ধু', কাঠমান্ডুতে চিনা দূতাবাসের সামনে তুমুল বিক্ষোভ জনতার