ওয়েব ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ রূপে প্রস্তুত, এখন উত্তর কোরিয়া যদি 'নির্বোধের মতো' আচরণ করে তাহলে তাদের ফল ভুগতে হবে। দু'দিন আগেই কিমের কোরিয়া আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়ে গুয়ামে মার্কিন দ্বীপ ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল। আর এবার তার পাল্টা হিসাবে টুইটারে হুঙ্কার ছাড়লেন ট্রাম্প। তাঁর ভাষায় মার্কিন বাহিনী এখন প্রস্তুতির দিক থেকে 'লকড অ্যান্ড লোডেড'। পাশাপাশি তিনি এও জানালেন, "আশা করি (উত্তর কোরিয়া) কিম জং উন অন্য পথ বেছে নেবেন"।



প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই উত্তর কোরিয়া বনাম আমেরিকার হুমকি-পাল্টা হুমকি ভিন্ন মাত্রায় পৌঁছেছে। গোটা পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করছে বিশ্বের অন্যান্য দেশও। ইতিমধ্যেই জার্মানি, ফ্রান্সের মতো দেশ শান্তি রক্ষার দাবি জানিয়েছে। কিন্তু কোনও পক্ষেই আপাতত দমবার লক্ষণ নেই।