নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় বড়সড় গাফিলতি। শনিবার দূতাবাসের আকাশে দেখা গেল সন্দেহভাজন ড্রোন। এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন দিয়ে বিস্ফোরক হামলা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই ঘটনায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পাকিস্তানের কাছে ক্ষোভ উগরে দিয়েছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, শনিবার সকালে যখন ওই ঘটনা ঘটছে, তখন দূতাবাসে একটি অনুষ্ঠান চলছিল। হঠাৎই ভারতীয় দূতাবাসের আকাশে সন্দেহভাজন ওই ড্রোনটিকে দেখতে পাওয়া যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি এলাকা ছাড়ে। তবে এই ঘটনা দূতাবাসের নিরাপত্তায় বড়সড় আঘাত বলেই মনে করছে কূটনৈতিক মহল। কোনও নাশকতার জন্য ড্রোনটিকে ভারতীয় দূতাবাসের আকাশে ওড়ানো হয়েছিল কিনা? নাকি ড্রোনের মাধ্যমে দূতাবাসে নজরদারি চলছিল? এই নিয়ে ধন্দ রয়েছে। বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না নয়াদিল্লি। ইতিমধ্যে ইসলামাবাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দূতাবাসের মতো এলাকায় কীভাবে সন্দেহভাজন ড্রোন উড়তে পারে? ইসলামাবাদের কাছে এই প্রশ্ন করেছে নয়াদিল্লি। বড়সড় কোনও নাশকতা ঘটলে, তার দায় কে নেবে? বিভিন্ন প্রশ্নে পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত।   


আরও পড়ুন: Bill Gates-র ব্যবসা 'না'! বিয়ের পর ক্যালিফোর্নিয়ায় সংসার করতে চান ধনকুবেরের মেয়ে-জামাই


আরও পড়ুন: তাপপ্রবাহে দাবানল, ঝলসে যাচ্ছে সবকিছু, বাড়ি ছাড়চ্ছেন বাসিন্দারা


সম্প্রতি কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক করেছে কেন্দ্র। কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে পাক উস্কানিতে ফের উত্তপ্ত উপত্যকা। প্রথমে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন দিয়ে বিস্ফোরক হামলা চালায় জঙ্গিরা। হত্যা করা হয় এক প্রাক্তন পুলিস অফিসার, তাঁর স্ত্রী ও মেয়েকে। এরপর একাধিকবার জম্মু-কাশ্মীরের আকাশে উড়তে দেখা যায় সন্দেহভাজন ড্রোন। আজও আর্নিয়া স্টেশনে উড়েছে পাক ড্রোন। সীমান্তে ফের উপদ্রব বাড়িয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।