ঋতুপর্ণা ভট্টাচার্য


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মা শব্দটার মধ্যে যতটা মায়া, ঠিক ততটাই যেন শাসন| অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস, আবার ক্লান্তিতে নুয়ে গেলে আঁচল পেতে রাখা| সেই সব মাথায় রেখে নব্বইয়ের দশকের শেষের দিকে পথচলা শুরু করেছিল গ্রেটার রিচমন্ড বেঙ্গলি এসোসিয়েশনের দুর্গাপুজো| প্রথমে বাঁধানো ছবি, তারপর একচালার প্রতিমা| সেখান থেকে শুরু করে গোরাচাঁদ পাল ঘরানার প্রতিমা দিয়েই পুজো চলছে আজ অবধি|



ঘরোয়া পুজো এদের ইউএসপি হলেও অনুপ ঘোষালের মত নামী শিল্পীদের আনাগোনা কিন্তু লেগেই থাকে পুজোয়| এই বছর আসছেন মধুবন্তী বাগচী| এমনকি কোভিডকালেও অনলাইন অনুষ্ঠান হয়েছে রূপঙ্কর সোমলতাকে নিয়ে| সঙ্গে স্থানীয় শিল্পীদের রিহার্সাল তুঙ্গে| কচিকাঁচারা শাড়ি পাঞ্জাবি পরে তৈরি |কালচারাল ভোগ রান্না পুজোর জোগাড় সবকিছুর ক্লান্তির মাঝেও হটাত বসে যায় আড্ডা | যেন একটা বিশাল বড় একান্নবর্তী পরিবারের মন্ডপ|



একশোর বেশি পরিবার এখন পুজোর অংশ| চারশ প্রায় লোক| আগে ছাপানো পত্রিকা ছিল| এখন একেবারে ডিজিটাল, ঝাঁ চকচকে| তাই কেবল নয়, লেখার মান কিন্তু উন্নত| দেওয়ার মাঝেই পাওয়ার সুখ| সেই কথা মাথায় রেখে মিশনারিজ অব চ্যারিটি, Feedmore, Chesterfield Food Bank, Ronald McDonald House, St.Jude’s Children’s hospital, Child in Need Institute in India, AIWC (All India Women’s Conference) সবকিছুতেই সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছেন এনারা| সবুজে ঢাকা ভার্জিনিয়ায় শিউলি ফুটুক না ফুটুক মা কিন্তু আসছেই| যেন “এলে হৃদয়পুর মাঝে.......!”



পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)