ওয়েব ডেস্ক: নেপালে ফের ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। কেঁপে ওঠার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে নেপালজুড়ে। ভূমিকম্পের উত্‍সস্থল নামচে বাজারের সামনে। কম্পনের পরই মানুষ ঘর ছেড়ে রাস্তায় চলে আসে। গোটা নেপাল জুড়ে ফিরে আসে ক মাসের আগের ভয়াবহ স্মৃতি। অবশ্য কম্পনের মাত্রা কম থাকায় খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জনজীবন ফিরে আসে। কম্পনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে নেপালে। অনেকেই কম্পনের ভিডিও তুলে পোস্ট করতে শুরু করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিকে রাজ্যেও মৃদু কম্পন অনুভূত হল। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কম্পন অনভূত হল। আজ দুপুর ৩টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।