নিজস্ব প্রতিবেদন : সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার সকালে রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫। শুক্রবার কম্পনের জেরে জোর আতঙ্ক ছড়ায় নেপাল জুড়ে। কিন্তু শেষ খবর অনুযায়ী, ওই কম্পনের জেরে মৃত বা আহতের কোনও খবর মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কেঁপে উঠল দিল্লি, উত্তরাখন্ড


২০১৫ সালে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ৭.৮ মাত্রার কম্পনে তছনছ হয়ে যায় নেপালের বেশ কিছু অংশ। ২০১৫-র ওই ভয়াবহ কম্পনে মৃত্যু হয় কমপক্ষে ৯ হাজার মানুষের। আহত হন প্রায় ২২ হাজার। বছর দুয়েক আগে সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই এর মধ্যে বেশ কিছু ছোটখাট কম্পন অনুভূত হয়েছে নেপালে। সেই রেশ ধরেই এবার ফের কেঁপে উঠল নেপালের বেশ কিছু অংশ।


আরও পড়ুন : বিরাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই ইতালি রওনা দিলেন অনুষ্কা! বিশ্বাস না হলে দেখুন ভিডিও


এদিকে বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী শহর দিল্লি। কেঁপে ওঠে উত্তরাখন্ড, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অঞ্চল।  রিখটার স্কেলে ওইদিনের কম্পনের তীব্রতা ছিল ৫.৫।