করোনার মৃত্যু থেকে দূরে থাকার ওষুধ বাতলে দিলেন ব্রিটিশ মন্ত্রী
করোনার এমনই দাওয়াই দিলেন সে দেশের জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী হেলেন হোয়াটলে।
নিজস্ব প্রতিবেদন: নোভেল করোনাভাইরাসের হানায় সারা বিশ্ব জুড়ে আতঙ্ক। মারণ ভাইরাসের কবলে আক্রান্তর সংখ্যা হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যু মিছিলও। তবে কম খেয়ে ওজোন কম রাখলে করোনার মৃত্যুর আশঙ্কা কম। ব্রিটিশ নাগরিকদের করোনার এমনই দাওয়াই দিলেন সে দেশের জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী হেলেন হোয়াটলে।
তাঁর কথা অনুযায়ী যেসব ব্যক্তিদের বডি মাস ইনডেক্স ৪০ এর বেশি তাঁদের করোনায় মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ। তাই করোনার করাল থাবা থেকে বাঁচতে হলে খেতে হবে কম, নিয়ন্ত্রণে রাখতে হবে এই বডি মাস সূচক।
আরও পড়ুন: ভারতকে চাপে রাখতে করোনার ক্লাস চিনের, নোটস নিল পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল
সে দেশে ক্রমবর্ধমান স্থূলতা সমস্যার জন্য চটজলদি জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের উপরে জারি রয়েছে নিষেধাজ্ঞা। সোমবার সে দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অধিক মাত্রায় মেদ, চিনি ও নুন যুক্ত খাবারের টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপন রাত ৯ টার আগে নিষিদ্ধ। হন্যে হয়ে গবেষণা চালিয়েও এখনও সফল প্রতিষেধকের খোঁজ পাননি গবেষকরা। সেখানে বরিস মন্ত্রীসভার এই মন্ত্রীর নিদান কতটা কার্যকরী! তার উত্তর দেবে প্রতীক্ষা ও পর্যালোচনা।
তবে সোমবারই ব্রিটিশ সরকার এই স্থূলতা রোখার প্রচারে ও প্রসারে জোর দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি খুব মোটা ছিলেন। কিন্তু করোনা থেকে সুস্থ হয়ে ফেরার পর থেকেই জোর দিয়েছেন নিজের ওজন কমানোয়। টুইট করে তিনি এ-ও লিখেছেন, ওজন কমানো কষ্টকর। তবে এই ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা করোনা থেকে নিজেদের প্রতিহত করতে পারব।