ওয়েব ডেস্ক: গ্রামে বিদ্যুৎ-ই নেই, অথচ সবার বাড়িতেই আছে এয়ার কন্ডিশনার। এও সম্ভব! গ্রামের নাম দৌলতদিয়া। বাংলাদেশের রাজবাড়ির দৌলতদিয়া প্রায় ২৮ হাজার মানুষ থাকেন, যাঁদের ঘরে আলো নেই। বিদুৎহীন দৌলতদিয়ায় দিনের আলোর পরই সবটা অন্ধকার। লম্ফ, হ্যারিকেন দিয়েই চলে আলোর খোঁজ। ৪৫ ডিগ্রিতে ফুটছে জীবন। ঘরে তেকা দায়! একটা ছোট্ট আইডিয়াই বদলে দিল ২৮ হাজার মানুষের জীবন। এখন ওই বিদ্যুৎহীন গ্রামে সবার ঘরেই রয়েছে 'এসি'। ইকো কুলার বানিয়ে চমক, আমুল পরিবর্তনের পর এবার গোটা দেশ জুড়েই ইকো কুলার বানানোর হিড়িক। দেখুন ভিডিও-