ওয়েব ডেস্ক: তাঁর বাবার নামে কাঁপত ত্রিভূবন। দীর্ঘ সময় ধরে সন্ত্রাস আর ওসামা বিন লাদেন ছিল সমার্থক। এবার সেই লাদেনের চতুর্থ পুত্র ওমরকে সস্ত্রীক আটকে দিল ইজিপ্ট বিমান বন্দরের নির্পত্তারক্ষীরা। ওমর এবং তাঁর ব্রিটিশ ধর্মপত্নী আল সাবাকে সটান জানিয়ে দেওয়া হল যে তাঁরা প্রবেশ করতে পারবেন না মিশরে।


আরও পড়ুন- পাকিস্তান আছে পাকিস্তানেই


চৌত্রিশ বছর বয়সী ওমর ও তাঁর স্ত্রী দোহা থেকে ফিরছিলেন বলে জানা গেছে। কিন্তু বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা তাঁদের মিশরে প্রবেশাধিকার না দিয়ে তুরস্কে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা সেবিষয়ে কিছুই জানানো হয়নি লাদেন দম্পতিকে। উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গুপ্ত আস্তানার মধ্যে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন সিল বাহিনী।


আরও পড়ুন- ভারতীয় সিনেমার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের