Bangladesh: রাতভর গুলির লড়াই! মৃত ৮; বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ?
Bangladesh Shootout: বাংলাদেশে কিছুদিন আগেই ভয়াবহ এক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০০০ দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। এদিকে কদিন পরেই শুটআউট। মৃত্যু আটজনের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনার ঘনঘটা বাংলাদেশেও। এবার সেখানে শুটআউট এবং তার জেরে মৃত্যু। বাংলাদেশে (Bangladesh) দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঘটা এই সংঘর্ষে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ পুলিসসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বন্দরবনের রোয়াঙ্গছারি উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ মানে রীতিমতো শুটআউট! বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলে এই গুলির লড়াই। এই লড়াইয়ে দুই পক্ষ মিলিয়ে মোট আটজনের মৃত্য়ু হয়েছে। বাংলাদেশ পুলিসের অনুমান, বাংলাদেশের ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (United People's Democratic Front) ও কুকি-চিন ন্যাশনাল আর্মির (Kuki-Chin National Front) মধ্যে এই সংঘর্ষ হয়েছিল।
আরও পড়ুন: WHO Asks Beijing: এতদিনে জানা গেল করোনার আসল উৎস! কার দিকে আঙুল তুলল 'হু'? কে দায়ী?
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে প্রথম গুলির শব্দ কানে আসে। এরপর সারা রাত, এমনকি শুক্রবার ভোর পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়। ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট ও কুকি-চিন ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষ চলছিল বলেই তাঁদের দাবি। নিহতদের পোশাক দেখেও পরে পুলিসের অনুমান, তাঁরা কুকি-চিন ন্যাশনাল আর্মিরই সদস্য।
আরও পড়ুন: China: কবোষ্ণ এ বসন্তে চুটিয়ে প্রেম করার জন্য পড়ুয়াদের 'লাভ-ব্রেক' দিল কলেজ...
কেএনএফের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার গুলির লড়াইয়ে সাতজন সদস্যের মৃত্যু ঘটেছে। তারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকেই এই হামলার জন্য দোষারোপ করেছে, তবে কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।