জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে এলন মাস্ক। কিছুদিন আগেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এই যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তি করার কথা বলেন তিনি। এরপরেই ইউক্রেন এর নিন্দা করে। এবার চিন এবং তাইওয়ানের সমস্যায় ফের মুখ খুলেছেন তিনি। মাস্ক পরামর্শ দিয়েছিলেন যে চিন এবং তাইওয়ানের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব। এবং এর জন্য তাইওয়ানের কিছু অংশের নিয়ন্ত্রণ বেজিংয়ের কাছে হস্তান্তর করতে হবে। একটি ইন্টার্ভিউতে মাস্ক জানিয়েছেন, ‘আমার সুপারিশ হবে ... তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল খুঁজে বের করা যা যুক্তিসঙ্গত’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সংবাদপত্র চিন সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে মাস্ক এই মন্তব্য করেন। তার বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার সাংহাইতে একটি বড় কারখানা রয়েছে।


বেজিং,দাবি করে যে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান তাদের একটি প্রদেশ। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছে তাঁরা। এই কাজ জন্য শক্তি প্রয়োগ করার বিষয়টিও তাঁরা কখনও অস্বীকার করেনি। তাইওয়ানের সরকার চিনের সার্বভৌমত্বের দাবির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। তাঁরা জানিয়েছে যে বলে যে শুধুমাত্র এই দ্বীপের ২৩ মিলিয়ন মানুষের অধিকার আছে নিজেদের ভবিষ্যত নির্ধারণ করার।


মাস্ক আরও জানিয়েছেন, ‘এবং এটি সম্ভব, এবং আমি মনে করি বাস্তবে, তাদের এমন একটি ব্যবস্থা থাকতে পারে যা হংকংয়ের তুলনায় বেশি সহজ’।


সাংহাই কারখানাটি গত বছর টেসলার বিশ্বব্যাপী সরবরাহের প্রায় অর্ধেক উৎপাদন করেছে। মাস্ক আরও বলেন, চিন আশ্বাস চেয়েছে যে সে সেখানে তার স্পেসএক্স রকেট কোম্পানির স্টারলিংক ইন্টারনেট পরিষেবা অফার করবে না।


আরও পড়ুন: Nobel Peace Prize: রুশ-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধে তিনিই শান্তিদূত, এলস বিয়ালিয়াটস্কি-র নোবেলজয়


মাস্ক বলেছেন যে তিনি মনে করেন তাইওয়ানের সঙ্গে সংঘাত অনিবার্য। পাশাপাশি টেসলা এবং আইফোন নির্মাতা অ্যাপল ইনক সহ বৃহত্তর অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কেও সতর্ক করেন তিনি। যদিও সাক্ষাত্কারে সেই মন্তব্যগুলি সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।


এই সপ্তাহের শুরুতে, মাস্ক প্রস্তাব দেন যে ইউক্রেন স্থায়ীভাবে ক্রিমিয়াকে রাশিয়ার হাতে তুলে দিক। পাশাপশি রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নতুন গণভোট অনুষ্ঠিত হবে এবং ইউক্রেন নিউট্রালিটির জন্য সম্মত হবে। তিনি টুইটার ব্যবহারকারীদের তার পরিকল্পনার উপর নজর রাখতে বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। টিনি তার নিজের টুইটার পোল প্রস্তাব করেছিলেন। সেখানে তিনি প্রশ্ন করেন ‘আপনি কোন এলন মাস্ককে বেশি পছন্দ করেন? যিনি ইউক্রেনকে সমর্থন করেন (বা) যিনি রাশিয়াকে সমর্থন করেন’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কল কাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)