জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারে অন্তত কেউ ভাবতে পারেনি যে, তিনিই বিশ্বের ধনীতম মানুষ হবেন। কেননা, তিনি তাঁর নতুন কেনা কোম্পানিকে নিয়ে কম নাজেহাল হননি। নানা বিপর্যয় দেখা দিয়েছে তাঁর কোম্পানিতে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও এলন মাস্ক। দুই মাসের কিছু বেশি সময় পরে ব্লুমবার্গের ধনকুবেরদের এই তালিকায় শীর্ষে উঠে এলেন এলন। ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Volodymyr Zelensky on Vladimir Putin: অচিরেই নিজের কাছের লোকের হাতেই খুন হবেন পুতিন! বলে দিলেন জেলেনস্কি...


তবে মধুর প্রতিশোধ নিলেন এলন মাস্ক। গতকাল সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পেলেন এলন মাস্ক। গত বছর টেসলার শেয়ারের দরের ব্যাপক পতন ঘটেছিল। এর পরে ধনকুবেরের তালিকায় নিজের শীর্ষ-অবস্থান খুইয়েছিলেন এলন মাস্ক।


আরও পড়ুন: Torkham Border Reopens: সীমান্তে দাঁড়িয়ে হাজার-হাজার ট্রাক আর অসংখ্য রোগী! অবশেষে খুলল পথ...


ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গতকাল এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এলন মাস্কের সম্পদ বেড়েছে।


টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ৫১ বছর বয়সী এলন মাস্ক। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)