জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুরা। এর আগেও ভারতে পিছু ধাওয়া করে দুটি নৌকা-সহ দুই বাংলাদেশি ডাকাত তথা জলদস্যুকে গ্রেফতার করেছিল সুন্দরবন টাইগার রিজার্ভ। এতে চরম আতঙ্কে রয়েছে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা। মাঝিকে গুলি করে হত্যার পাশাপাশি ১৯ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কক্সবাজারে ঘটে এই ঘটনা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে মারা যান এক জেলে। নিহতের নাম মোকাররম মাঝি। সেই সময় জীবন বাঁচাতে নৌকা থেকে আরও কয়েকজন জেলে সাগরে ঝাঁপ দেন। তাঁরা এখনও নিখোঁজ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কুতুবদিয়া উপকূল থেকে ট্রলারটি একাধিক মাঝি নিয়ে সাগরে মাছ ধরতে যায়, মধ্য়ে সাগরে ঘটে এ ঘটনা। কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।   আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুদের গুলিতে মোকাররম মাঝি নিহত হন। এছাড়া ট্রলারসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।


আরও পড়ুন:  প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করে ১০ লক্ষ টাকা দাবি! আইনি জালে অপু বিশ্বাস-হিরো আলম...


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ার কাছে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ে জেলেরা। এ সময় জেলেরা দ্রুত ওখান থেকে চলে যেতে চাইলে,দস্যুরা বা ডাকাতরা ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে কুতুবদিয়ার মগনামা ঘাটে নিয়ে আসে। এরপর ওখান থেকে চিকিৎসার জন্য চট্টগ্রামের দিকে নেওয়ার পথে সমুদ্রের বাঁশখালীতে তাঁর মৃত্যু হয়।


বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান,মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ একজনের মরদেহ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জেলেরা। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও পড়ুন: বদলের বাংলাদেশে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার!


জেলেরা বলছেন, সোনাদিয়া দ্বীপের ১০-১১ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে ওই ট্রলারটি জলদস্যুর কবলে পড়ে। নিহত মোকাররমের বাড়ি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ায়। তিনি উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রহিমা বেগমের স্বামী।


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)