ওয়েব ডেস্ক: গ্রামটা ভারী সুন্দর। আছে ২১টা বেডরুমের একটা প্রাসাদ। ৪৩টা সুন্দর বাড়ি আর একটা বার। ৫ বছর আগে এই গোটা গ্রামের মালিক মারা যান। দেউলিয়া হয়ে যাওয়া মালিকের সেই গ্রাম এবার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হল। গ্রামটির নাম ওয়েস্ট হেসলারটন। কানাডার স্কারবোরোর কাছাকাছি এই গ্রাম বিক্রি প্রাথমিক দাম রাখা হয়েছে ২ কোটি পাউন্ড।


গ্রামটি যিনি কিনবেন তাকে প্যাকেজ হিসেবে একটা পেট্রোল পাম্প ও ২হাজার একর কৃষিযোগ্য জমিও দেওয়া হবে। এই গ্রাম কেনায় অনেকেই উত্‍সাহ দেখাচ্ছেন। ১৫০ বছর ধরে এই গ্রামের মালিক ছিল দাওনেস পরিবার। কিন্তু এখন তারা আর এই গ্রামে থাকতে চাইছেন না। নতুন কেউ এসে গ্রামকে দারুণভাবে সাজিয়ে তুলুক সেটাই সবাই চাইছেন।