সাংহাই বিমানবন্দরে বিমানে বিধ্বংসী আগুন, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা
চিনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে বিমানের ওপরে অংশ একেবার পুড়ে গিয়েছে। বিমান থেকে বিপুল পরিমাণে ধোঁয়া বের হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: আগুন গেলে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে। ভাগ্য়ক্রমে প্রাণ বাঁচলেন বেশ কয়েকজন।
আরও পড়ুন-জাঙ্গিপাড়ার বিধায়ক করোনা পজেটিভ, শহিদ দিবস পালনের পরই হোম কোয়ারেন্টিনে কল্যাণ
বুধবার সকালে সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে মাল লোড করছিল ইথিয়পিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান। সেই সময়ে সেটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই দমকলের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কোনও ক্রু বা গ্রাউন্ড স্টাফ এতে আহত হননি।
এয়ারলাইন্সের তরফে এক ফেসবুক পোস্টে লেখা হয়েছে সাংহাই থেকে সাওপাওলো-সানদিয়োগো রুটে নিয়মিত চলাচল করতো ওই বিমানটি। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
আরও পড়ুন-অক্সফোর্ডের টিকা বিনামূল্যেই পেতে পারেন ভারতীয়রা! ইঙ্গিত সিরাম ইনস্টিটিউটের সিইওর
চিনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে বিমানের ওপরে অংশ একেবার পুড়ে গিয়েছে। বিমান থেকে বিপুল পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। মনে করা হচ্ছে বিমানটির প্রচুর ক্ষতি হয়েছে। কারণ আগুন লেগেছে মূল কার্গো ডেকে।