নেপালে ভারতীয় দূতাবাসের বাইরে বিস্ফোরণ, বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা
বড়সড় বিপদ থেকে রক্ষা পেল নেপালে ভারতীয় দূতাবাস। সোমবার সন্ধ্যায় নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের কাছেই একটি বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে দূতাবাসের সীমানা পাঁচিল।
নিজস্ব প্রতিবেদন: বড়সড় বিপদ থেকে রক্ষা পেল নেপালে ভারতীয় দূতাবাস। সোমবার সন্ধ্যায় নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের কাছেই একটি বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে দূতাবাসের সীমানা পাঁচিল।
আরও পড়ুন-পঞ্চায়েত জটে থমকে উন্নয়ন, ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
বিরাটনগর প্রশাসন সূত্রে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসের ক্যাম্প অফিসে-এর পেছন একটি খোলা যায়গায় একটি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে পাঁচিলের সামান্য ক্ষতি হয়েছে। কারা ওই বিস্ফোরণের পেছনে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-সিঙ্গল বেঞ্চে ফিরল পঞ্চায়েত মামলা, মঙ্গলবার দুপুর ২টো থেকে শুনানি
উল্লেখ্য, বিহার-নেপাল সীমান্ত থেকে ৬ কিলোমিটারের মধ্যেই বিরাটনগর। সম্প্রতি সেখানেই ভারতীয় দূতাবাসের ওই অস্থায়ী দফতরটি খোলা হয়েছিল। ওই দফতর থেকেই নোপাল ও বিহারের বন্যার সময় প্রয়োজনীয় ত্রাণের কাজ করা হতো। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।