ওয়েব ডেস্ক : নিয়মিত ফেসবুকে যুক্ত থাকলে নাকি শরীর সুস্থ থাকে। এক মার্কিন গোবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। আর এই তথ্য বাইরে আসা মাত্রই বর্তমানে তা ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়়ুন- অপারেশন টেবিলে অদ্ভুতভাবে পুড়ে গেলেন রোগীনি


ক্যালিফোর্নায়ার স্যান দিয়েগোর নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উইলিয়াম হব্স ১ কোটি ২০ লাখ নেটিজেনের ওপর একটি পরীক্ষা চালান। সেখানেই উঠে আসে এই তথ্য। বলা হয় যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের যুক্ত রাখেন...বিশেষ করে যারা ফোসবুকে দিনের বিশেষ সময় নিজেদের ফোকাস্ড রাখেন তারা অন্যদের তুলনায় অনেকটাই সুস্থ থাকেন।


এই গোবেষণা চালাতে গিয়ে তিনি গত কয়েক বছরের ফেসবুক ব্যবহারকারীদের একটি তালিকা বের করেন। সেখানেই উঠে আসে বিশ্বের ১২ শতাংশ মানুষ, যারা ফেসবুক ব্যবহার করেন তাদের গড় আয়ু অপেক্ষাকৃত অনেকটই বেশি।