নিজস্ব প্রতিবেদন:  এক লহমায় দেখে মনে হবে পাহাড় বেয়ে নেমে আসছে তরল লাভার স্রোত। তবে খুব ভালো করে দেখলে বোঝা যায় তরল লাভা নয়, বরং আগুন রঙের কোনও নদী। এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটার হ্যান্ডেল @CaliaDomenico থেকে পোস্ট করা ওই ভিডিয়োটি মাত্রা দুদিনেই দেখে ফেলেছেন ৩৮ লাখেরও বেশি মানুষ।


ভিডিয়োটি দেখে অনেকে প্রশ্ন করেছেন, আসলে এটি কিসের ভিডিয়ো? পাহাড় বেয়ে কি নেমে আসছে আগুন?  উত্তর হল ‘না’। ভিডিয়োটি আসলে তোলা হয়েছে ক্যালিফোর্নিয়ার ইসোমাইট ন্যাশনাল পার্কে।  এটা আসলে একটি  জলপ্রপাত। নাম হর্স টেল জলপ্রপাত।



একটি বিশেষত্ব রয়েছে এই জলপ্রপাতের। ফেব্রুয়ারি মাসে ২ সপ্তাহে দিনের একটি সময়ে আগুনের আকার নেয় জলপ্রপাতটি। বিশেষজ্ঞদের মতে সূর্যের আলো সমকোণে ওই জলপ্রপাত পড়লে জলের রঙ আগুনের মতো হয়ে যায়। মনে হয় পাহাড় বেয়ে নামছে আগুনের ঝরনা কিংবা লাভার দুরন্ত স্রোত।


হর্স টেল জলপ্রপাতটি প্রায় ২০০০ ফিট নীচে ঝাঁপিয়ে এসে পড়ে একটি পাথরে। সেটির নাম এল ক্যাপ্টেন রক। ভিডিয়োটি দেখে হাজার হাজার মানুষ তাদের অনুমানের কথা লিখেছেন। তবে অনেকেইব্যর্থ হয়েছেন ওটি আসলে কিসের দৃশ্য।