নিজস্ব প্রতিবেদন: সোনা আগুন তো বহুদিনই, তবে এবারের ঘটনাটা একটু আলাদা। এবার আগুন খোদ সোনাতেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনে একটি সোনার খনি (gold mine) ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে বলে জানা গিয়েছে। সরকারি ভাবে সতর্কও করা হয়েছিল এ নিয়ে। সোনার খনির কর্তৃপক্ষদের নিতে বলা হয়েছিল যথাযথ সুরক্ষাব্যবস্থা। কিন্তু কার্যত দেখা যাচ্ছে, সে কথায় কান দেওয়ার দরকার বোধ করেনি তারা। তারই ফল দিতে হল এবার।


আরও পড়ুন: মঙ্গলযানের '৭ মিনিটের আতঙ্ক' নিয়ে আতঙ্ক কাটল নাসার বিজ্ঞানীদের


পূর্ব চিনের শ্যানডং প্রদেশের (China's Shandong)ইয়ানতাই শহরের একটি সোনার খনিতে আগুন লেগেছে। কাওজিআওয়া (Caojiawa) নামের ওই সোনার খনিতে খননকাজ চলার সময়ে বিস্ফোরণ ঘটেছে এবং সেই থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দুই কর্মীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী ৪ জন আটকে পড়েছেন খনিতে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।


চলতি বছরের জানুয়ারি মাসেই শ্যানডং প্রদেশে আরও এক সোনার খনিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১০ জন খনিকর্মী। তার পর থেকেই সরকারের তরফে যাবতীয় সুরক্ষাবিধি অবলম্বন করে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সে কথায় কেউ তেমন কান দেয়নি।


আরও পড়ুন: আমেরিকার 'ভঙ্গুর' গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন বাইডেন