লেলিহান শিখায় আবারও দগ্ধ লন্ডন
ফের বিধ্বংসী আগুন লন্ডনে। এবার অগ্নিকাণ্ড ক্যামডেন লক মার্কেটে। ভস্মীভূমত বাজারের ছাদ সহ তিনটি তলাই। পুড়ে ছাই হাজারেরও বেশি দোকান। তবে দমকলের তত্পরতায় এড়ানো গেল আরও বড় বিপদ। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে দমকলের দশটি ইঞ্জিন।
ওয়েব ডেস্ক: ফের বিধ্বংসী আগুন লন্ডনে। এবার অগ্নিকাণ্ড ক্যামডেন লক মার্কেটে। ভস্মীভূমত বাজারের ছাদ সহ তিনটি তলাই। পুড়ে ছাই হাজারেরও বেশি দোকান। তবে দমকলের তত্পরতায় এড়ানো গেল আরও বড় বিপদ। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে দমকলের দশটি ইঞ্জিন।
উল্লেখ্য, গত ১৪ই জুন মধ্যরাতে ১টা ১৬ মিনিটে পশ্চিম লন্ডনে লাটিমার রোডের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটের গ্রিনফেল টাওয়ারে ভয়ঙ্কর আগুন লাগে। ২৭ তলা এই বিল্ডিংয়ের দোতলার একটি ফ্ল্যাট থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে টপ ফ্লোরে। জীবনহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাসিন্দা ও স্থানীয়দের। (আরও পড়ুন- অর্থনৈতিক উন্নয়নের চিনকে ছাপিয়ে ১ নম্বরে উঠে এল ভারত!)