ওয়েব ডেস্ক : আগুন লেগে গেল বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার ইন্ডিয়ার দফতরে। এখনও প‌র্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার দুপুরে দেড়টা নাগাদ ওই আগুন এয়ার ইন্ডিয়ার দফতর থেকে ছড়িয়ে পড়ে বিমান বন্দরের একাংশে। ঢাকায় এয়ার ইন্ডিয়ার এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এয়ার ইন্ডিায়ার অফিস থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের দশটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিমান বন্দরের তিন তলায় ছিল এয়ার ইন্ডিয়া ও সৌদি এয়ার লাইন্সের দফতর। আগুন লাগার পরই দুই বিমান পরিবহণ সংস্থার দফতরে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। ধোঁয়ায় ভরে যায় চারদিক। বিমান বন্দরের ডিপারচার লাউঞ্জ বন্ধ করে দেওয়া হয়। বেলা তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।


আরও পড়ুন- ডোক লা ইস্যুতে ভুটানের বয়ানে ফের ব্যাকফুটে চিন