ওয়েব ডেস্ক : পাক মন্ত্রীসভায় প্রায় দুই দশক পর স্থান পেলেন এক হিন্দু। পানামা গেট কেলেঙ্কারিতে দোষী সাবস্ত নওয়াজ শরিফকে পাক প্রধানমন্ত্রীত্ব থেকে বরখাস্ত করার পর সেদেশের দায়িত্ব এখন শাহিদ খাকান আব্বাসির ওপর। শুক্রবার তাঁর মন্ত্রীসভার সম্প্রসারণ ছিল। সেখানেই ৬৫ বছরের দর্শন লালের অন্তর্ভূক্তি হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের ৪টি প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে চিকিত্সক দর্শন লালকে। ২০১৩ সালে PML-N-এর টিকিটে দ্বিতীয় বারের জন্য সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনি।


রাজনৈতিক মহলের ধারণা ২০১৮ সালে সেদেশের সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (PML-N) পক্ষে আরও বেশি সমর্থন টানতেই এই সম্প্রসারণ করা হল। ৪৭ সদস্যের মন্ত্রীসভায় ২৮ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী থাকছেন।


আরও পড়ুন- "বিদায় ভারত", দেশে ফেরার পথে বললেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত