নিজস্ব প্রতিবেদন: এ বছরে দুটি সূর্যগ্রহণ রয়েছে। একটি এ মাসেই, অন্যটি অক্টোবরে। এ বছরের প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে ৩০ এপ্রিলে। এটি অবশ্য পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ। এটি ভারত থেকে দেখা যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রহণ সব সময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে এটি। এবারের প্রথম এই গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হল 'ব্ল্যাক মুন'। নাসা বলছে, এই 'ব্ল্যাক মুন'ই এবারে সূর্যকে ঢাকবে।   


'ব্ল্যাক মুন' খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এই ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদেরা দেন। কেউ একে বলেন, 'নিউ মুন', কেউ বলেন কোনও এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের 'থার্ড মুন', একই ক্যালেন্ডার মান্থে এটিকে 'সেকেন্ড নিউ মুন'ও কেউ কেউ বলেন। 


৩০ এপ্রিল রাত ১২টা ১৫ নাগাদ গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।


আরও পড়ুন: Black Moon: বিরল মহাজাগতিক ঘটনা 'ব্ল্যাক মুন'! কী এই 'কালো চাঁদ'?


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)