ওয়েব ডেস্ক: ইতিহাস গড়ে চিনের প্রথম মহিলা হিসেবে যুদ্ধবিমান J-10-এর পাইলট হয়েছিলেন। ইউ ঝু নামের সেই মহিলার এই ঐতিহাসিক কৃতিত্ব নিয়ে এই খবরটা গোটা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল। কিন্তু সেই ইউ ঝু নামের মহিলা পাইলট বিমান মহড়ায় প্রাণ হারালেন। গত পয়লা অগাস্ট চিনের বায়ুসেনা দিবসে এক মহড়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ঝু। মহড়ায় দারুণ সব স্কিল দেখানোর পর একটা সময় ঝুয়ের বিমানের উইং অন্য একটিতে ধাক্কা মারে। ঝুয়ের সহকারী এক মহিলা পাইলট দুর্ঘটনায় বেঁচে গেলেও ঝু মারা যান


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ট্রাম্পকে নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যতবাণী


চিনে মাত্র চারজন মহিলা ওই বিশেষ ধরনের উন্নতি প্রযুক্তির যুদ্ধ বিমান চালাতে পারতেন। তাই ঝু-য়ের মৃত্যু আলাদা একটা হতাশা তৈরি করেছে চিনের এয়ারফোর্সে।



দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ানের মেয়ে ঝু, ২০০৫ সালে পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্স বিভাগে যোগ দেন। সেখানেই ট্রেনিংয়ে অসাধারণ স্কিল দেখিয়ে চার বছর পর যুদ্ধ বিমান চালানোর অনুমতি পান। সে সময় চিনের মাত্র ১৬ জন মহিলা যুদ্ধ বিমান চালাতে পারতেন। ২০১২ সালের জুলাইয়ে দেশের প্রথম মহিলা হয়ে জি টেন-এর মত কঠিনতম যুদ্ধ বিমানের চালক হওয়ার যোগ্যতা দেখান ঝু।