নিজস্ব প্রতিবেদন: সাহস বয়স দেখে আসে না, এই বার্তাই দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, বাড়িতে হঠাৎই প্রবেশ করেছে সশস্ত্রক কিছু ব্যক্তি। তাদের হাত থেকেই পাঁচ বছর বয়সের এক খুদে একা হাতে তাঁর মা রক্ষা করছে। যাদের উদ্যেশ্য ঠিক কী তা বোঝা যাচ্ছে না।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ভিডিও সোশাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। জানা গিয়েছে, তারা বাড়িতে ঢুকে এলোপাথারি কয়েক রাউন্ড গুলিও চালায়। চারজনের মধ্যে তিন জনের হাতেই ছিল বন্দুক।  


বাড়িতে ঢুকে মহিলার দিকে বন্দুক তাক করে ওই চার জন। বাচ্চাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয় তারা। এরপরও ওই ছোট্ট খুদে ভয় পায় না। দৌড়ে যায় তাদের দিকে। হাতের সামনে যা পায় তাই ছুড়ে মারে সে। পিছন থেকে এক বন্দুকধারীকে টেনে নিয়ে আসে সে।  হাজারও ভয় দেখালে, দমে যায় না ওই ছোট্ট ছেলে। 


 



ভিডিওটি সোশাল মিডিয়ার ময়দানে আসা মাত্রই ভাইরাল। পুলিস সূত্রে খবর, দুস্কৃতিদের ছোড়া গুলিতে ক্ষতি হয়নি কারর। কিন্তু, ওই ছোট্ট খুদের সাহসিকতা দেখে অবাক পুলিস, স্থানীয় বাসিন্দা, পরিবার থেকে শুরু করে নেট নাগরিকরা।