ওয়েব ডেস্ক : বন্যা ও ধসের কবলে পড়ে মৃত্যু হল ৩৭ জনের। নিখোঁজ প্রায় ৪০ জন। আহত হয়েছেন ২১ জন। এবার এভাবেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ ভিয়েতনামের বেশ কিছু অংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, বন্যা এবং ধসের কবলে পড়ে মধ্য ভিয়েতনামের বেশ কিছু অংশের মানুষ ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। জলের স্রোতে ইতিমধ্যে প্রায় মধ্য ভিয়েতনামে ভেঙে পড়েছে প্রায় ১০০০ বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তর ভিয়েতনামেরও বেশ কিছু অংশ। ওই সমস্ত এলাকায় ভেঙে পড়েছে কমপক্ষে ১৬,৭৪০টি বাড়ি।


জানা যাচ্ছে, নিন্মচাপ এবং ঘূর্ণাবর্তের জেরেই গত বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে মধ্য ভিয়েতনাম সহ বেশ কিছু অংশে। একটানা বৃষ্টির পর ধসের কবলে পড়েও বহু মানুষের প্রাণহানি হয়েছে ওইসব এলাকায়।