বাটার গ্লোবাল সিইও পদে এই প্রথম কোনও ভারতীয়!
বাটার এই পদে আজ পর্যন্ত কোনও ভারতীয় বসেননি
নিজস্ব প্রতিবেদন: একটা অভিজাত বৃত্তে ঢুকে পড়লেন সন্দীপ কাটারিয়া। ৪৯ বছরের সন্দীপ গ্লোবাল সিইও হলেন বাটা কোম্পানির!
'বাটা'র ভারতীয় শাখার সিইও হিসেবেই এতদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন সন্দীপ। দেখতে গেলে এটি তাঁর পদোন্নতি।
নভেম্বরের শেষ দিনে 'বাটা' কোম্পানি এ খবর ঘোষণা করেছে। খুব দ্রুত এটি লাগু হবে। ১২৫ বছর অতিক্রম করে ফেলা বাটার এই পদে আজ পর্যন্ত কোনও ভারতীয় বসেননি। সে হিসেবে দেখতে গেলে এটি একটি রেকর্ড। বাটার প্রথম গ্লোবাল সিইও পদে বসার রেকর্ডধারীর নাম সন্দীপ কাটারিয়া। এত দিন এই পদে ছিলেন অ্যালেক্সিস নাসার্ড। প্রায় পাঁচ বছর এই দায়িত্ব সামলেছেন তিনি।
সন্দীপ ২০১৭ সালে বাটার ভারতীয় শাখার সঙ্গে যুক্ত হন। এর আগে তিনি ভোডাফোন, ইউনিলিভার-এর মতো কোম্পানির দায়িত্ব সামলেছেন।
কেন হঠাৎ এক ভারতীয়ের কপালে শিকে ছিঁড়ল?
বাটা কোম্পানির তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে ভারতে বাটার পণ্য খুব ভাল ব্যবসা করেছে। সন্দীপের শ্রম ও পরিকল্পনার জোরেই এটা হয়েছে বলে তারা মনে করে। ফলে সন্দীপের অভিজ্ঞতাকে তারা এবার বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগাতে চায়।
সন্দীপ বাটার ভারতীয় সিইও পদে থেকে বাটার প্রোডাক্টকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করেছিলেন। তাঁর 'সারপ্রাইজিংলি বাটা' ক্যাম্পেন এ দেশের তরুণ প্রজন্মের কাছে বাটার পণ্যগুলিকে নতুন করে জনপ্রিয় করে তুলেছিল। এখন তিনি সারা বিশ্বে বাটার পণ্যের বিপণন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে উদগ্রীব হয়ে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, এই সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং উৎসাহিত বোধ করছেন।
তাঁর এই পদোন্নতিতে সন্দীপ 'অ্যালফাবেটে'র সুন্দর পিচাই, 'আইবিএমে'র অরবিন্দ কৃষ্ণ, 'মাস্টারকার্ডে'র অজয় বঙ্গা,'মাইক্রোসফ্টে'র সত্য নাদেল্লাদের সঙ্গেই এক অভিজাত বর্গে ঢুকে পড়লেন।
আরও পড়ুন: আটবছর পরে! কাভান পেল তার স্বজাতির স্পর্শ