Vikram Misri on Sheikh Hasina: `হাসিনার মন্তব্যকে সমর্থন করে না ভারত`, ঢাকা থেকে ফিরেই সাফ জানালেন বিদেশ সচিব...
Sheikh Hasina: শেখ হাসিনার মন্তব্যকে সমর্থন করে না ভারত, ঢাকা সফর থেকে ফিরে এসে দাবি বিদেশ সচিবের। ভারতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সেখানকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যে যে মন্তব্য করেন, তা ভারত সমর্থন করে না বলে দাবি করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বাংলাদেশে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে মন্তব্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন, সেই মন্তব্য ভারত সমর্থন করে না বলে দাবি করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বুধবার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটির কাছে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই তথ্য দেন। তিনি বলেন, এই ইস্যুটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।
শেখ হাসিনার কাছ থেকে আসা বিবৃতি সম্পর্কে, তিনি বলেন যে তিনি 'প্রাইভেট কানেক্টিভ ডিভাইস' ব্যবহার করছেন এবং ভারত সরকার তাঁকে এমন কোনও প্ল্যাটফর্ম বা সুবিধা দেয়নি যার মাধ্যমে তিনি ভারত থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্য। ভারতের এই বক্তব্য শেখ হাসিনার সেই বার্তার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন।
বিদেশ সচিব বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।’ ঢাকা সফরের পরে মিশ্রী কমিটিকে বলেন, তিনি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক 'কোনো বিশেষ দল' বা সরকারের বাইরে। তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং প্রতিটি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। তবে এটা দেখে স্বস্তি হল যে সেখানকার সরকার সহিংসতার সাথে জড়িত ৮৮ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- KIFF 2024: 'উই ওয়ান্ট জাস্টিস!' ফিল্মোত্সবে ফ্রান্সের পরিচালকের মুখে আরজি কর কাণ্ড...
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির কয়েকজন সদস্য বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত সাধুদের গ্রেফতারের বিষয়টি উত্থাপন করলেও মিশ্রি এতে কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনাকে অতিরঞ্জিত করছে বলে দাবি করছে, কিন্তু বিশ্বাসযোগ্য সংস্থাগুলো এসব ঘটনার নথিভুক্ত করেছে, যা উপেক্ষা করা যায় না। মিসরি বলেছেন যে তিনি ভারত বিরোধী বক্তব্যে জড়িত বেশ কয়েকটি দোষী সাব্যস্ত সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)