জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদ্রোহীর দখল করে নিয়েছে সিরিয়ার রাজধানী। আগেভাগে বুঝতে পেরেই দেশ ছেড়ে মস্কোয় পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সঙ্গে নিয়ে গিয়েছেন বিপুল নগদ ও সোনা। মস্কোয় থাকলেও তাঁকে বেশকিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে আসাদকে। এর মধ্য়েই বাশার আলা আসাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এটাই বদলের বাংলাদেশ! বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা, গ্রাম ছাড়া করার হুমকি


কঠিন এই সময় বাশার আল আসাদকে ডিভোর্স দিতে চান তাঁর স্ত্রী আসমা আল আসাদ। স্বামীকে ছেড়ে তিনি ফিরে যেতে চান ব্রিটেনে। এনিয়ে তিনি মস্কোর আদালতে মামলাও করেছেন বলে খবর। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসমা মস্কোতে থাকতে চাইছেন না। ক্ষমতাচ্যুত স্বামী সেখানে নির্বাসিত জীবনযাপন করলেও হাঁপিয়ে উঠেছেন তিনি। ফলে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন।


উল্লেখ্য, বাশার আল আসাদের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। বিনা অনুমতিতে তিনি রাশিয়া ছাড়তে পারবেন না। এমনকি মস্কোর বাইরেও যেতে পারবেন না। পাশাপাশি সিরিয়া ছাড়ার সময়ে যে ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার আসাদ নিয়ে এসেছিলেন তাও বাজেয়াপ্ত করা হয়েছে।


আসমার জন্ম লন্ডনে। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৩ সন্তান। হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে শোনা যাচ্ছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)