Colin Powell: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত আমেরিকার প্রাক্তন বিদেশসচিব
টিকার দুটি ডোজই নিয়েছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘে। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আমেরিকা প্রাক্তন বিদেশসচিব কলিন পাওয়েল। টিকার দুটি ডোজই নিয়েছিলেন তিনি।
তখন প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ জুনিয়র। ২০০০ সালে আমেরিকার বিদেশ সচিব পদে বসেন কলিন পাওয়েল। হোয়াইট হাউসে অত্যন্ত সৎ ও কর্মঠ হিসেবে সুনাম ছিল তাঁর। স্রেফ বিদেশসচিবই নন, মার্কিন ফৌজের ‘জয়েন্ট চিফ অফ স্টাফস’-এর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন দুঁদে এই কুটনীতিবিদ। এদিন ফেসবুকে পোস্ট দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয় পরিবারের তরফে। লেখা হয়, 'জেনারেল কলিন এল পাওয়েল, আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন। আজ আমরা একজন স্নেহশীল পিতা, ভালবাসায় পূর্ণ স্বামী ও একজন মহান আমেরিকানকে হারালাম'।
দীর্ঘ কর্মজীবনে বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থনে রাষ্ট্রসঙ্ঘে তৎকালীন মার্কিন বিদেশসচিব কলিন পাওয়েল দাবি করেছিলেন, গণহত্যার হাতিয়ার তৈরি করছে ইরাক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিদেশনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ উড়িয়ে দেশের স্বার্থে কীভাবে কাজ করতে হয়, সেই পন্থাও পাওয়েল দেখিয়ে গিয়েছেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)