জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর তো প্রায়ই শোনা যায়। এই ধরণের ঘটনা বেশিরভাগ ঘটে থাকে অবসাদের কারণে। পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে অবনতি অথবা জীবনে উন্নতি করতে না পারা এইধরণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবনযুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেকেই। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা সামনে, যা রীতিমত আঁতকে ওঠার মত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে শুনলে মনে হবে আত্মহত্যার খবর, কিন্তু তা একেবারেই নয়। জানা গিয়েছে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটে, বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে। সোমবার সন্ধ্যেবেলা উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন তারা। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। মেশিনের শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন মারা যান।


নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)। লালমনিরহাটের রেলওয়ে থানার উপপরিদর্শক আল মোমিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, টেলিফোনে বিষয়টি শুনেছি। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে।


আরও পড়ুন:Wildfire: ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গোটা এলাকা! প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ছে লেলিহান আগুন...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)