জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রান্সে মুসলিম ছাত্রীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে। এই নিয়ম মোতাবেক মুসলিম ছাত্রীরা সরকারি বিদ্যালয়ে বোরখা পরে যেতে পারবে না। ফ্রান্সের শিক্ষামন্ত্রী রবিবার এ কথা জানিয়েছেন। ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। তার আগেই সেখানকার সরকারি বিদ্যালয়গুলিতে মুসলিম ছাত্রীদের জন্য নতুন এই নিয়মের কথা ঘোষণা করা হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: UK Journalist: 'ইসরো'কে ঈর্ষা! ভারতের চন্দ্র মিশন সফল হতেই কেন হিংসায় পুড়ছে ব্রিটেন?


এর আগে ২০০৪ সালে ফ্রান্সে ছাত্রীদের স্কার্ফ পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখ ঢেকে নিকাব পরাও নিষিদ্ধ হয়। এসব নিয়ম দেশটিতে বসবাস করা মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশকে ক্ষুব্ধ করেছিল।


জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। ফ্রান্সের সরকারি বিদ্যালয় ও সরকারি ভবনে যে কোনও ধরনের ধর্মীয় চিহ্নের ব্যবহার নিষিদ্ধ। এ জন্য উনিশ শতক থেকেই কড়া আইন করে রেখেছে তারা।
এখন এই আইনের সূত্রেই নতুন করে স্কুলে এই গাইডলাইন আনতে চলেছে ফরাসি সরকার।


কেন ফ্রান্স এই নিয়ম চালু করতে চলেছে?


আরও পড়ুন: Panama Canal: জাহাজের ভিড়, জল নেই পানামায়! জলবায়ু পরিবর্তনের কালো ছায়া এবার সরাসরি বিশ্ববাণিজ্যে...


নিয়মটি আনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অত্তাল ব্যাখ্যা করে বলেন, সরকারি বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের বোরখা পরার অনুমতি দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে। কেননা, শ্রেণিকক্ষে কারও পোশাক দেখে তার ধর্মবিশ্বাস জানা অন্যদের পক্ষে ঠিক নয়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)