ওয়েব ডেস্ক: হঠাত্‍ ভীষণ জোরে বাজের আওয়াজ। তারপর সব চুপচাপ। প্রলয় কাণ্ড মিটলে দেখা গেল বজ্রপাতে মারা গিয়েছে ৩০০টি বল্গাহরিণ। ঘটানাটি ঘটেছে দক্ষিণ নরওয়ের এক ন্যাশানাল পার্কে। পার্কের এক নিরাপত্তারক্ষী জানান, ৩০০টি বল্গা হরিণই একেবারে পুড়ে ঝলসে গিয়েছে। ক দিন ধরেই এই অঞ্চলে খুব দুর্যোগ চলছিল। শুক্রবার রাতে দুর্যোগ চরমে ওঠে। সেই রাতেই বাজের আঘাতে একসঙ্গে মারা যায় এতগুলো বল্গাহরিণ।


আরও পড়ুন- বাজ পড়ার হাত থেকে রক্ষা পেতে কী কী করবেন (দেখুন ভিডিও)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস জানায়, বাজ পড়ার সময় খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল হরিণগুলি। বাজের আঘাতে একসঙ্গে এত পশুর মৃত্যুর ঘটনায় গোটা দেশ। ক দিন আগে তামিলনাড়ুর কাঞ্চিপুরামে বাজের আঘাতে ৩৮টি ভেড়ার মৃত্যু ঘটে। কিন্তু এভাবে একসঙ্গে ৩০০টি হরিণের মৃত্যু! সত্যি নজিরবিহীনই বলা যায়।



আরও পড়ুন- কোথায় বেশি বাজ পড়ে? বজ্রপাতের ম্যাপ প্রকাশ নাসার