নিজস্ব প্রতিবেদন: ১৮ বছর পর্যন্ত ইন্টারনেট ফ্রি পেতে হলে সদ্যোজাত সন্তানের নাম রাখতে হবে কোম্পানির নামে। এমনই  বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছে শহর। তবে এতে রাজি হয়েছে বেশ কিছু বাবা মা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি সুইজারল্যান্ডের। এক সদ্যোজাতর নাম রাখতে তারাা ফোন করে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা Twifiকে। তারা জানায় সন্তানে নামের মধ্যে থাকতে এই পাঁচটি শব্দ। তবেই ১৮ বছর পর্যন্ত ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অগত্যা তারা সন্তানের নাম রাখেন Twifius। এরকমই আরেক বাবা মা তার মেয়ের নাম দেন Twifia।


 



অবশ্যই এই ইন্টারনেট সন্তানের নামে হবে।