নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের মাটিতে শীতল অভ্যর্থনা পেলেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন। আন্তর্জাতিক হেভিওয়েট কূটনীতিকদের অভ্যর্থনা জানানোর যে রেওয়াজ তা এদিন সম্পূর্ণ অনুপস্থিত ছিল রাওয়ালপিণ্ডির গ্যারিসন সিটি এলাকার সেনা বিমানবন্দরে। সংবাদ সংস্থা এএফপি-র চিত্র সাংবাদিকের বয়ান অনুযায়ী, এরপর টিলারসনকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় ইসলামাবাদের মার্কিন দূতাবাসে। এরপরই নির্ধারিত সূচি অনুসারে পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি এবং সেনা প্রধান জেনারেল কামার জাভেদ আব্বাসির সঙ্গে বৈঠক ছিল তাঁর।


সম্প্রতি পাকিস্তানকে তালিবান-সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের 'সুরক্ষিত স্বর্গ' বলার পর থেকেই ক্রমশ জটিল হয়ে উঠেছে পাক-মার্কিন সম্পর্ক। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন, পাকিস্তান এক হাতে আমেরিকার থেকে কোটি কোটি ডলার অনুদান নেবে এবং অন্যহাতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দানের মাধ্যমে মার্কিন মুলুকেরই ক্ষতি করবে এটা মেনে নেওয়া সম্ভব নয়। ফলে তাঁর সাফ কথা, যে কোনও একটি পথ বেছে নিক পাকিস্তান। এদিকে আমেরিকার এই দাবি কিছুতেই মানতে চায়নি পাকিস্তান। সে দেশের আইনসভা সর্বসম্মতিক্রমে জানিয়ে দিয়েছে যে তারা এই মার্কিন মন্তব্যকে খারিজ করছে।