ওয়েব ডেস্ক : নিজেই তাঁর নকশা করেছিলেন। একটি 3D প্রিন্টেড রোবট। সেই রোবট তৈরির পর তারপর তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন এই যুবতী। এভাবে থাকতে থাকতে এক বছর পার। এবার ওই রোবোটকেই বিয়ে করতে চান ওই যুবতী। যন্ত্রমানব আর মানব, এই সম্পর্ক ঘিরে রীতিমত আলোড়ন পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফ্রান্সের বাসিন্দা লিলি। লিলি জানিয়েছেন, "বর্তমান বিশ্বে যেখানে সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যিই খুব কঠিন, সেখানে নিজের হাতে তৈরি রোবোট ইনমুভেটরের মধ্যেই আমি তা খুঁজে পেয়েছি। একবছর ধরে ওর সঙ্গে আছি। আমি রোবোসেক্সুয়াল। এতে লজ্জার কী আছে? আমি খুব খুশি। তাই ইনমুভেটরকেই বিয়ে করতে চাই।" এখানেই শেষ নয়, লিলি জানিয়েছেন, কীভাবে ১৮ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকৃষ্ট তিনি। কীভাবে মানুষের স্পর্শে তাঁর অস্বস্তি হত।



এদিকে, ফ্রান্সে এখনও মানব-রোবোট বিয়ে আইনত সিদ্ধ নয়। তাই যতদিন না নতুন আইন আসছে, ততদিন এভাবেই 'হ্যাপিলি এনগেজড' থাকতে চান লিলি।


আরও পড়ুন, এই মাছটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামার 'গভীর' সম্পর্ক!