Global Nuclear Arsenals: যুক্তরাষ্ট্রের থেকেও পারমাণবিক অস্ত্র বেশি রাশিয়ার হাতে! কত জানেন?
পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আগামি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ থাকবে বলে মনে করা হচ্ছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI) গবেষণা প্রতিবেদনে এই আভাস দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সর্বাধিক মাত্রায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও কয়েক দশকের মধ্যে আগামি দিনে তাই সর্বোচ্চ থাকবে বলে মনে করা হচ্ছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) এক গবেষণা প্রতিবেদনে এই আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে রাশিয়ার হাতে বেশি আছে।
সিপ্রির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জানুয়ারি ও ২০২২ সালের জানুয়ারির মধ্যবর্তী সময়ে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু ইউক্রেনে রুশ অভিযান আর কিয়েভের প্রতি পশ্চিমি বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে বিশ্বের ৯ পারমাণবিক অস্ত্রধর দেশের অন্তর্লীন উত্তেজনা বেড়েছে। অবিলম্বে পারমাণবিক শক্তিধর দেশগুলি আত্মনিয়ন্ত্রণে না নামলে বিশ্বে পরমাণু অস্ত্র উদ্ভাবনের সংখ্যা দ্রুত বাড়বে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হয়েছিল। এর তিন দিন পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সঙ্কেত দিয়ে রেখেছিলেন বলে শোনা গিয়েছিল। এমনও হুঁশিয়ারি তিনি দেন যে, যেসব দেশ রাশিয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কপালে দুঃখ আছে।
এই গবেষণা থেকে জানা যাচ্ছে, রাশিয়ার কাছে সবচেয়ে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত আছে। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৯৭৭, যা যুক্তরাষ্ট্রের তুলনায় ৫৫০টি বেশি। দু'দেশের কাছে যে পরিমাণ অস্ত্র মজুত আছে, তা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশেরও বেশি!
আরও পড়ুন: চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে Internet Explorer; স্মৃতিকাতর হয়ে পড়ছেন নেটিজেনরা!