ওয়েব ডেস্ক: নতুন বছর শুরু হবে সুখবরে, বিশ্ব অর্থনীতির ইঙ্গিত কিন্তু তেমনটাই। আগামী বছরের শুরুতেই কমতে পারে সোনার দাম। আর এর পিছনে নোট বাতিলের সিদ্ধান্তকেই প্রধান বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরও পড়ুন- 



  •  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


৮ নভেম্বর, ২০১৬ ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট আর চলবে না। লেনদেন হবে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোটে। হলও তাই। ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরনো নোট জমা করা যাবে ব্যাঙ্কে। আর এই সিদ্ধান্তই প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। ফেব্রুয়ারি মাসের পর থেকে যেভাবে ভারতের বাজারে সোনার চাহিদা বেড়েছে, গত নভেম্বর থেকে ডিসেম্বরে সেই চাহিদা আরও অনেক বেড়েছে। পরিসংখ্যান বলছে নোট বাতিলের সিদ্ধান্তের পর ভারতে সোনার আমদানী হয়েছে ৩০ টন। অর্থনীতিবিদরা মনে করেছেন, কালো টাকার বেশিরভাগটাই ব্যবহার করা হচ্ছে সোনা কেনা বেচায়। আর যেহেতু সোনা একটি গ্লোবাল কমিডিটিতে পরিণত হয়েছে, সেখানে এই নোট বাতিলের সিদ্ধান্ত ভারতীয় বাজারে সোনার দাম কমিয়ে আনবে বলেই মনে করছে বিশ্লেষকরা।