ওয়েব ডেস্ক : আজ গুড ফ্রাইডে । দিনটি ব্ল্যাক ফ্রাইডে বা ইস্টার ফ্রাইডে নামেও পরিচিত । এই দিনেই ভগবান যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের বিভিন্ন জায়গায় আজকের এই পবিত্র দিনটি ছুটির দিন হিসেবে পালন করা হয় । ভগবান যীশুর ভক্তরা এদিন উপোস করে থাকেন । ভগবানের জন্য নিজেদের দীবন উত্সর্গ করতে চান তাঁরা ।


গুড ফ্রাইডের কিছু বিখ্যাত উইশ নিচে দেওয়া হল-


  • Oh God, release us from the time of trial and oppression and help us to witness the joy and life rising from death. Amen.

  • I wish you all the blessings of Good Friday as a dedication to the sacrifice Lord Jesus Christ had suffered for each one of us. Good Friday wishes. 

  • Jesus carried the cross for us; he was crucified for our sins. Today, on Good Friday, may the grace of the Lord surround you. Good Friday wishes to you and your family.

  • Lord Jesus Christ died for our mistakes and here is a day to commemorate his sacrifice. May the blessings of Jesus shine upon you this special day with his loving care.

  • I wish the Lord will keep you in his loving care now and always. Good Friday greetings.