Viral Video: সরকারি স্বাস্থ্য সংস্থার টুইটার অ্যাকাউন্টে পর্নহাবের ভিডিও লিঙ্ক, এ কী কাণ্ড!
দেখুন সেই `ভয়ঙ্কর` কাণ্ডের Video
নিজস্ব প্রতিবেদন: নিয়ম করে প্রতিদিন টুইটার অ্য়াকাউন্টে কোভিড আপডেট (Covid-19 data) দেয় সরকারি স্বাস্থ্য সংস্থা। ওইদিনও সেটাই দিয়েছিল। তবে ভুলের বশে কোভিড-19 আপডেটের বদলে পোস্ট হয়ে গিয়েছিল অ্য়াডাল্ট সাইট পর্নহাবের (Pornhub) ভিডিওর লিঙ্ক। ব্যাশ! আর কী, যা হওয়ার তাই হল। মুহূর্তে ভাইরাল পোস্ট।
এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থা Santé Québec। টুইটারে তাদের ১ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন টুইটারে কোভিড আপডেট (Covid-19 data) দেয় সংস্থাটি। একদিন তাল কাটল!
গত সপ্তাহে একদিন কোভিড আপডেটের (Covid-19 data) বদলে টুইটারে পর্নহাবের (Pornhub) ভিডিওর লিঙ্ক পোস্ট করে বসল সংস্থাটি। শুধু পোস্ট করাই নয়, আধ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য সংস্থার টুইটার অ্য়াকাউন্টে নাকি পোস্টটি ছিল। লিঙ্কে ক্লিক করলেই খুলে যাচ্ছিল পর্নহাব। দেখা যাচ্ছিল অ্যাডাল্ট ভিডিও- 'Femdom (female domination) foot worship'।
যদিও পরে টুইটি মুখে ফেলে ওই স্বাস্থ্য সংস্থা। ক্ষমাও চেয়ে নেয় তাঁরা। ততক্ষণে যা হওয়ার, হয়ে গিয়েছে। ভাইরাল সেই পোস্ট।
কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা।
আরও পড়ুন: Adult Video Watching Job: কাজ- অ্যাডাল্ট ভিডিও দেখা, বেতন- ৭৫ হাজার; জানুন আবেদনের উপায়
আরও পড়ুন: Viral News: উত্তেজনার বশে জোরে জোরে হস্তমৈথুন, 'ভয়ঙ্কর' কাণ্ড ঘটালেন যুবক