ওয়েব ডেস্ক: পার্কে বসে ছাতার তলায় একটু ঘনিষ্ঠ হওয়া। সব প্রেমিক-প্রেমিকারাই একটু ঘনিষ্ঠ হওয়ার এমন সুযোগ খোঁজে। পার্কের আনাচে কানাচে সে সুযোগ মিলেও যায়। কিন্তু যেই না প্রেমিকার হাত ধরে একটু কাছে আসা ওমনি সিকিউরিটির তাড়া। এভাবেই এক যুগলের ঘনিষ্ঠ প্রেমে বাধা দিয়ে চাকরি খোয়ালেন এক সরকারী কর্মচারী।


কলম্বোর ইনডিপেন্ডেন্স স্কোয়ারে রবিবারের ছুটিতে একটু আড়ালে সময় কাটাতে গেছিলেন এক যুগল। কিন্তু সেখানে তাদের ঘনিষ্ঠ হতে দেখে পুলিস এসে তাদের চলে যেতে বলে। জানায়, বিবাহিতরা ছাড়া কেউ এখানে বসতে পারবে না। গোটা ঘটনায় বিরক্ত হয়ে ওই প্রেমিক-প্রেমিকা ঘটনার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে সেই ভিডিও দেখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল উইক্রেমেসিংহে নিরাপত্তা বিভাগের ডিরেক্টর ইন চার্জকে বরখাস্ত করার নির্দেশ দেন।