নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারই গজনী প্রদেশের দখল নিয়েছে তালিবান। তালিবানের ঘাঁটি এখন কাবুল (Kabul) থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে। আশরফ ঘানি সরকার পরিচালিত আফগানিস্তানের মোট ১০টি প্রদেশে তালিবানি দখলে। ক্রমেই কাবুলের দিকে এগোতে পারে তালিবানরা। আর এই আশঙ্কা করেই যুদ্ধ বিধ্বস্ত দেশে অর্থাৎ আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের জন্য, বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশ্যে নিরাপত্তা উপদেষ্টা জারি করল কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাবুলের ভারতীয় দূতাবাসের বক্তব্য, আফগানিস্তানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলিতে ভারতীয় নাগরিকদের জড়িয়ে পড়তে দেখেই তারা সতর্ক করেছে। কিন্তু দূতাবাসের নিরাপত্তা পরামর্শের প্রতি কর্ণপাত করছে না নাগরিকরা এবং "নিজেদেরকে মারাত্মক বিপদে ফেলছে"।


Advisory-তে বলা হয়েছে "সরকারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এমন একটি এলাকায় একটি বাঁধ প্রকল্পের কাজে থাকা তিন ভারতীয় ইঞ্জিনিয়ারকে জরুরি এয়ার রেসকিউর প্রয়োজন ছিল, এই ঘটনার জানার পরই দূতাবাস মনে করছে যে তাদের পরামর্শ মেনে নিচ্ছেন না ভারতীয়রা এবং ক্রমাগত নিজেদের মারাত্মক বিপদে জড়াচ্ছেন। " ভারতীয় নাগরিকদের সময়ে সময়ে জারি করা নিরাপত্তার পদক্ষেপগুলি "সম্পূর্ণরূপে মেনে চলার" পরামর্শ জানান হয়েছে। 



আরও পড়ুন, Afghanistan Crisis: তালিবানের কাছে নতিস্বীকার করে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের


নিরাপত্তা উপদেষ্টায় বলা হয়েছে, ভারতীয় সাংবাদিকরা গ্রাউন্ড রিপোর্টিং করতে আফগানিস্তান আসছেন এবং অতিরিক্ত ঝুঁকি নিচ্ছেন। তাদের এখানে থাকা ও কাজ করার  সময় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া উচিত। গ্রাউন্ড রিপোর্টিংয়ের জন্য আফগানিস্তানে আসা ভারতীয় সাংবাদিকদের প্রতি "বিশেষ মনোযোগ" আকর্ষণ করে দূতাবাস বলেছে যে তাদের দেশে থাকা ও চলাফেরার সময় তাদের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


রয়টার্সের জন্য আফগানিস্তানে রিপোর্টিং অ্যাসাইনমেন্ট চলাকালীন গত মাসে তালিবানদের হাতে নিহত হওয়া ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির (তার নাম উল্লেখ না করে) মৃত্যুর কথা উল্লেখ করে অ্যাডভাইরিতে বলা হয়েছে, "একটি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তানে ভারতীয় সাংবাদিকদের পাবলিক প্রোফাইলের প্রতি অতিরিক্ত ঝুঁকিপ্রবণ। "


এতে বলা হয়েছে, ভারতীয় সাংবাদিকদের আফগানিস্তানে থাকা ও চলাফেরার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যার মধ্যে রয়েছে "আফগানিস্তানে আসার আগে সাক্ষাৎকার এবং পরিকল্পিত কভারেজ বন্ধ করা"। উপদেষ্টায় বলা হয়েছে যে ভারতীয় সাংবাদিকদের সুপ্রতিষ্ঠিত নিরাপত্তা ফার্মগুলির সঙ্গে যোগাযোগ করা উচিত যারা দেশে তাদের থাকার এবং চলাফেলার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)