জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিস্থিতি খুবই ঘোরাল। ধোঁয়ায় ভরেছে চারদিক। অবস্থা বিবেচনা করে সোমবার থেকে আপাতত এক সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধের নির্দেশ জারি হল লাহোরে। সরকারি কর্মীদের ৫০ শতাংশকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে। মনে করা হচ্ছে এভাবেই 'গ্রিন লকডাউন'-এর মাধ্যমে বাতাস দুষণের পরিমাণ কমবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কালিয়াচকের পর ক্যানিং! ফের সালিশি সভায় মহিলাকে নির্যাতন...


গত এক সপ্তাহ ধরে লাহোরের বাতাসে ধোঁয়া ও ধুলিকণার পরিমাণ লাফিয়ে বেড়েছে। শহরে বর্তমানে এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ১০০০ যা নিরাপদ সীমার থেকে অন্তত ৪০ গুণ বেশি। পরিস্থিতি এমনই যে লাহোর বর্তমানে দুনিয়ার দ্বিতীয় দূষিত শহর।


ধোঁয়াশার ক্ষতিকারণ দিক নিয়ে পঞ্জাব প্রদেশের মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব বলেন, বাচ্চাদের স্কুলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই ধরনের ধোঁয়াশা বাচ্চাদের জন্য অত্যান্ত ক্ষতিকারক। সীমান্তের ওপার থেকে দূষিত ধোঁয়া পঞ্জাব প্রদেশে ঢুকে পড়ছে এনিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলা দরকার।


ডিজেল থেকে বের হওয়া ধোঁয়া, জমিতে নাড়া পোড়ানো আর ঠান্ডা বাতাস দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ভারতে থেকে আসা বাতাসও দূষণ বাড়াতে সাহায্য করেছে। শনিবার সকালে সীমান্তের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৫০০-১৮০০ মধ্যে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পাক পঞ্জাব সরকার ইঞ্জিন ভ্যান নিষিদ্ধ করেছে, আন ফিল্টারড বারবিকিউ করা বন্ধ করা হয়েছে, শিশুদেরবাইরে বের হতে নিষেধ করা হয়েছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)