নিজস্ব প্রতিবেদন: দিকে দিকে বরফ গলে যাওয়ার নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে। যা দেখে প্রায় ভিরমি খাওয়ার জোগাড় পরিবেশবিদদের। পরিবেশ নিয়ে কাজ করা পত্রিকাগুলিতে এমন খবরও ইদানীং প্রকাশিত হচ্ছে, যার সারাংশ, যে ভাবে গলছে গ্রিনল্যান্ডের বরফ তাতে অচিরেই নাকি ডুববে আমেরিকাও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১ সাল থেকে ২০২০ সালের সময়-পর্বে গ্রিনল্যান্ডের ৩.৫ ট্রিলিয়ন টন বরফ গলেছে। বলা হচ্ছে, এই পরিমাণ বরফগলা জল গোটা নিউ ইয়র্ক শহরকে ১৪,৭০০ ফুট জলের তলায় ডুবিয়ে দেবে!


গ্রিনল্যান্ডের বরফ নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। ড্যানিশ রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে থাকা পোলার পোর্টাল জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত ৪৭ বিলিয়ন টন গলেছে গ্রিনল্যান্ডের! ৪৭ বিলিয়ন টন বরফ মানে ৪৭০০ কিউবিক কিলোমিটার জল। এটি এতটা জল যা গোটা আমেরিকাকে দু'ফুট জলের নীচে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথবা পৃথিবীর সমুদ্রগুলিতে ১.২ সেন্টিমিটার বেড়ে যেতে পারে জলস্তর!


গ্রিনল্যান্ডের বরফ গলে এত বেশি পরিমাণ জল হতে পারে যে তা, গোটা পৃথিবীর সমুদ্রের জলস্তর ৭ মিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে! যদি আন্টার্কটিকায় বরফ গলে যায় তা হলে সেটা ৭৫০ মিটারে গিয়ে দাঁড়াবে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Glacier on Mount Everest: ২০০০ বছরে গড়া হিমবাহ গলে যাচ্ছে ২৫ বছরে!