ওয়েব ডেস্ক:  বিয়ের আসরে তখন পৌঁছে গিয়েছেন আমন্ত্রিতরা। বিয়ের রীতি রেওয়াজ তখন শুরু হওয়ার মুখে। আচমকাই বর সকলকে দৃষ্টি আকর্ষণ করালেন মণ্ডপের এক কোণে টানানো জায়েন্ট স্ক্রিনে। তখন সেখানে ভেসে উঠছে বর-কনের ভালোবাসার কিছু মুহূর্ত। সকলেই আপ্লুত। কনেরও চোখে মুখে উজ্জ্বল দৃপ্তি। আচমকাই ছন্দপতন! জায়েন্ট স্ক্রিনের দৃশ্য বদলে দেল। কনেকে দেখা গেল অন্য এক পুরুষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায়। তাঁদের সঙ্গমের দৃশ্য ভেসে উঠল সকলের সামনে। সঙ্গীর পরকীয়ার সম্পর্ক যে কেউ এভাবে সকলের সামনে নিয়ে আসবেন, তা ভাবতে পারেননি কেউই। সিঙ্গাপুরের সেই বিবাহবাসরের ভিডিও এখন ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা যায়, কনে অন্য এক পুরুষের হাত ধরে একটি হোটেলের রুমে ঢোকেন। তারপর তাঁরা ঘনিষ্ঠ হন। পাত্রের দাবি, তাঁর সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরই এই কাণ্ড ঘটান কনে। ভিডিও দেখে বিবাহআসর থেকেই পালিয়ে যান কনে। যদিও এই বিয়ের পরিণতি কী হল, তা আর জানা যায়নি।